প্রতি রাত জেগে এলাকা পাহারা দিন: তাসরিফ খান
শিক্ষার্থীদের সঙ্গে শুরুতে থেকেই একমত পোষণ করে আসছিলেন তরুণ গায়ক তাসরিফ খান। কখনো গান গেয়ে, আবার কখনো সরাসরি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন এ গায়ক।
সম্প্রতি সময়ে গণভবনসহ দেশের জাতীয় সম্পদ নষ্ট করছেন অনেকেই। এছাড়াও ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে চুরি, ডাকাতি ও লুটতরাজের খবর পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে তাসরিফ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, নিজের এলাকা, পাড়া, মহল্লা পাহাড়া দেবার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। দেশের অবস্থা স্থিতিশীল হবার আগ পর্য্যন্ত তরুণদের আহ্ববান জানাবো প্রতি রাত জেগে এলাকা পাহারা দিন।
এতে করে নিজ এলাকার সুরক্ষা নিশ্চিত হবে, নিজেদের মাঝে প্রতিবেশীমূলক সম্পর্ক সুন্দর হবে এবং সবার মাঝে একটা ঐক্য তৈরী হবে। যার মাধ্যমে নিজ এলাকার যে কোনো সন্ত্রাসমূলক কার্যক্রমও আমরাই রুখে দিতে পারবো ইনশাআল্লাহ।
যেহেতু গত পনেরো-বিশ রাত আমরা নির্ঘুম কাটিয়েছি, সামনের কিছুরাত আরও কাটাতে পারবো।
আমাদের এলাকায় আমরা প্রস্তুত আছি। আপনারা আছেন তো?
আজ রাত থেকেই শুরু হয়ে যাক তাহলে।
পোস্টটির সঙ্গে তার নিজের এলাকায় লোকজন নিয়ে রাতের বেলা পাহারা দেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন তরুণ প্রজন্মের এ গায়ক।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট