সেনাবাহিনীর পোস্ট শেয়ার করে কী লিখলেন সাবিলা নূর

বিনোদন ডেস্ক
০৮ আগস্ট ২০২৪, ০৯:৩৪
শেয়ার :
সেনাবাহিনীর পোস্ট শেয়ার করে কী লিখলেন সাবিলা নূর

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দুই দিন না হতেই দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে চলেছে। এ নিয়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি উদ্বিগ্ন শোবিজ তারকারাও।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর আন্দোলনের শুরু থেকেই খুব সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষসহ দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

এছড়াও আজ ভোর ৪টার দিকে তিনি আরেকটি পোস্ট দিয়েছেন। সেখানে সেনাবাহিনীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, আতংকিত না হয়ে, সতর্ক থাকব, প্রতিহত করবো । সবাই মিলে ইনশাআল্লাহ আমরা রুখে দাঁড়াব।

আমাদের সময়ের পাঠকদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পোস্টটি আংশিক তুলে ধরা হলো -

‘সংবাদ বিজ্ঞপ্তি

সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর

 ঢাকা, ০৭ আগস্ট ২০২৪ (বুধবার):     সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোন নাশকতামূলক কর্মকান্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখিন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরসমূহে যোগাযোগ করুন …………………’