সাবেক এমপি ইব্রাহিমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ২২:০৫
শেয়ার :
সাবেক এমপি ইব্রাহিমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এইচ এম ইব্রাহিমের বাড়ি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় ২ শতাধিক দুর্বৃত্ত চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে প্রায় ৩০-৪০টি মোটরসাইকেল ও প্রায় কয়েকটি সিএনজি নিয়ে একদল দুর্বৃত্ত সাবেক সংসদ সদস্য ইব্রাহিমের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের দেখে বাড়ির কেয়ারটেকার পালিয়ে যান। পরে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তারা বাড়ির মধ্যে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়। যাবার আগে তারা গানপাউডার দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো বাড়ি অল্প সময়ের মধ্যে পুড়ে যায়।