ফিরে এসেছেন সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪০০ বন্দী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
০৭ আগস্ট ২০২৪, ২০:১৩
শেয়ার :
ফিরে এসেছেন সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৪০০ বন্দী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাতক্ষীরা জেলখানায় হামলা চালিয়ে আসামিদের মারধর করে তাড়িয়ে দেয় ছাত্র-জনতা। পরে কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন।

আজ বুধবার বিকেল পর্যন্ত অন্তত ৪০০ বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৭ জন বন্দি পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক হাজার জনতা একজোট হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান।

কলারোয়া কেড়াগাছি গ্রামের আশরাফ হোসেন ও কয়লা গ্রামের আবদুল রকিব বলেন, তারা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। রবিবার সন্ধ্যায় একদল লোক এসে তাদের কারাগার থেকে বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে তারা আবার ফিরে এসেছেন।

জেলার হাসনা জাহান বিথি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধের আসামি ও কয়েদি ছিলেন ৫৯৭ জন। ২৭ জন যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার মধ্যে ২৩ জন ফিরে এসেছে। দুইজন ফাঁসির দণ্ড ফেরাপ্ত আসামির মধ্যে একজন ফিরে এসেছেন।

এর মধ্যে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৪০০ জন ফিরে এসেছেন। তিনি আশা করছেন, আরও কিছু আসামি ফেরত আসবেন।

তিনি আরও বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে ৫৬ জন জামিনে মুক্ত হয়ে গেছেন।