ভারতে পালানোর সময় রাসিকের হিসাবরক্ষক আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হোদা। এ সময় তার থেকে ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া জানান, রাজশাহী সিটি করপোরেশনের হিসাবরক্ষক মো. নিজামুল হোদা ৩ লাখ ৩১ হাজার টাকাসহ ভারতে পালাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক নিজামুল হোদা রাজশাহী মহানগরীর উপশহর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর আজ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।