আটকদের খোঁজে সিটিটিসিতে ঢুকলো সেনাবাহিনী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৪, ১৮:১৯
শেয়ার :
আটকদের খোঁজে সিটিটিসিতে ঢুকলো সেনাবাহিনী (ভিডিও)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ভবনে আটক কাউকেই পায়নি বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার বিকেলে লেফটেন্যান্ট কর্নেল রেজনওয়ানের নেতৃত্বে সিটিটিসিসি ভবনে যায় সেনাবাহিনীর একটি দল।

বিভিন্ন জনের অভিযোগ ছিল নিখোঁজ থাকা তাদের স্বজনরা সিটিটিসি ভবনে থাকতে পারেন। এমন অভিযোগ পেয়ে সিটিটিসি ভবনে যায় সেনাবাহিনী।

সিটিটিসি ভবনে ঢুকে সব কক্ষে তল্লাশি চালান সেনা সদস্যরা। তবে সেখানে আটক থাকা কাউকেই পাননি তারা। পরে কয়েক জন জানান, ভবনের ছাদেও আটকে রাখা হতে পারেন। পরে ছাদে যান সেনা সদস্যরা। তার আগে ছাদে যাওয়ার দরজা ভাঙা হয়।

ছাদে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। এ ছাড়া ছাদের ওপর কোনো কক্ষের সন্ধানও মেলেনি।

উল্লেখ্য, গুম হওয়া বিভিন্ন ব্যক্তি স্বজনদের কাছে ফিরতে শুরু করেছেন। এরপর গুম হওয়া অন্যদের স্বজনরাও তাদের আপন-জনকে খুঁজে বেড়াচ্ছেন।