শেখ হাসিনা পালানোর আগেই দেশ ছাড়েন বাবলা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন গত ৫ আগস্ট। তার তিন দিন আগেই দেশ ছাড়েন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা সৈয়দ আবু হোসেন বাবলা।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল ১০টা ১৬ মিনিটে ভিসটারা এয়ারে (ইউকে-১৮২) দেশ ছাড়েন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
জি এম কাদেরপন্থী হিসেবে পরিচিত ছিলেন জাতীয় পার্টির তৎকালীন কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলা। তবে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রওশন এরশাদের গুলশানে এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যে আসেন সৈয়দ আবু হোসেন বাবলা। পরে ওই দিনই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বাবলাকে বহিষ্কারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার