বাংলাদেশ ব্যাংকে অস্থিরতা /
ডেপুটি গভর্নরের পদত্যাগ, পালিয়েছেন অন্যরা
শেখ হাসিনা সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাংকেও অস্থিরতা শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে গভর্নর, ডেপুটি গর্ভনর, পলিসি অ্যাডভাইজার ও বিএফআইউ প্রধানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তারা।
তারা কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে ঢুকে ইতোমধ্যে একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। তিনি হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান। অন্যরা পদত্যাগ না করেই কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছে।
এরকম পরিস্থিতিতে নির্বাহী পরিচালকরা বৈঠকে বসেছেন। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।
প্রত্যক্ষদশীররা জানিয়েছেন, দুই শতাধিক কর্মকর্তা–কর্মচারী এই বিক্ষোভে যোগ দেন। তাদের দাবি, অবিলম্ব গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার করতে হবে। তারা যেন দেশ ছাড়তে পালাতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব নির্বাহী পরিচালক অনিয়মে সহায়তা করেছে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?