এফডিসি গিয়ে লাঞ্ছিত হলেন হিরো আলম
সাধারণ শিক্ষার্থী ও জনগণের রোষানলে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশজুড়ে চলছে আনন্দ মিছিল। তার দেশ ছাড়ার খবরে পাল্টে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও সংগঠনের চিত্রও। এবার পাল্টে গেল চলচ্চিত্রের আঁতুড়ঘর’খ্যাত প্রাঙ্গণ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
গতকাল মঙ্গলবার সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সকল শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা উপস্থিত হন এফডিসির প্রাঙ্গণে। এদিন অন্য সবার মতই এফডিসিতে গিয়েছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
এ সময় তিনি কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ কিছু বিক্ষুব্ধ জনতা তাকে এফডিসি থেকে বেরিয়ে যেতে বলেন। কথা না শোনায় একটা পর্যায়ে তাকে টানা-হেঁচড়া শুরু করেন বিক্ষুব্ধ জনতা। অবশেষে তোপের মুখে এফডিসি ছাড়তে বাধ্য হন হিরো আলম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঘটনা সম্পর্কে জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।
জানা গেছে, এফডিসিতে থাকা প্রায় সবগুলো সংগঠন নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সকল শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা। গতকাল সেসব নিয়েও আলোচনায় বলেন অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট