নবজাতককে পতাকায় জড়িয়ে কী লিখলেন নাবিলা

বিনোদন ডেস্ক
০৭ আগস্ট ২০২৪, ১০:৫০
শেয়ার :
নবজাতককে পতাকায় জড়িয়ে কী লিখলেন নাবিলা

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন ৫ আগস্ট। সেদিনই অভিনেত্রী নাবিলার মেয়ে জন্ম নেয়। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই সে গায়ে মুড়িয়ে নিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাবিলা লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’ এ পোস্টের মাধ্যমেই জানা গেল, নাবিলা তার মেয়ের নাম রেখেছেন আন্দোলন। তার এই পোস্টের কমেন্টে নেটিজেনরা মা ও মেয়ে দুজনকেই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছেন।

চট্টগ্রামের মেয়ে নাবিলা বিনতে ইসলাম ছোটপর্দায় অভিনয় শুরু করেন ২০১৬ থেকে। অভিনয়ের পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন।

ওয়াহিদ তারেকের পরিচালনায় টেলিছবি ‘লিটল অ্যাঞ্জেল আই অ্যাম’ দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় এ অভিনেত্রীর। এছাড়া রিফাত মোস্তফার পরিচালনায় সরকারি অনুদানে ‘যুদ্ধ জীবন’ সিনেমায় কাজ শুরু করেছিলেন নাবিলা। সত্য ঘটনা অবলম্বনে এ ছবিটি মুক্তি পেলে বড় পর্দায় নাবিলার প্রথম অভিষেক হবে।