যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ট্রাফিকের দায়িত্বে মাদ্রাসা ছাত্ররা
রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তিন শতাধিক মাদ্রাসার ছাত্র। তারা সবাই যাত্রাবাড়ীর জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়ার ছাত্র।
যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনরত প্রতিষ্ঠানের ইসলানী আইনের ছাত্র মুহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, ‘যাত্রাবাড়ী ও সায়েদাবাদ একটি ব্যস্ততম এলাকা। ট্রাফিক পুলিশ না থাকায় একটুতেই যানজট সৃষ্টি হয়। তাই আমরা মঙ্গলবার থেকে আমাদের মাদ্রাসার তিনশত ছাত্র ট্রাফিকের দায়িত্ব পালন করছি।’
শেখ হাসিনার পতনের পর অরক্ষিত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একজন পুলিশ সদস্য। খাঁ খাঁ করছে বেশির ভাগ থানা। রাস্তায় নেই কোনো ট্রাফিক। ফলে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে ছাত্ররা। পুলিশের অনুপস্থিতিতে তারা কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (আনসার ও ভিডিপি) ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো: রুবেল হোসাইনের পাঠানো এক মোবাইল বার্তায় এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?