বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন জিৎ
বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের একদফা দাবির জেরে গতকাল সোমবার তাসের ঘরের মতো সরকারের পতন ঘটে। গতকালই শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও।
এদিকে শেখ হাসিনার দেশ ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের টালিউড ইন্ডাস্ট্রির তারকারাও কথা বলছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন টালিউড তারকা জিৎ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের এই কঠিন সময় দেশটির মানুষের জন্য আমার প্রার্থনা। সামনে যেসব ঘটনা আসছে তা খুবই দুঃখজনক। এ ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া সত্যিই হৃদয়বিদারক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এ অভিনেতা আরও লিখেছেন, ‘আশা করি খুব শিগগিরই এই কঠিন সময় পেরিয়ে যাবে। প্রতিটি জীবনই মূল্যবান। এজন্য যেকোনো মূল্যে তা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’