‘বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা পর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতা ও গণ আন্দোলনে। তুমুল আন্দোলনের মুখে গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসার পরই উল্লাসে মেতে উঠেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ।
একই সঙ্গে উল্লাসে মেতে উঠেছেন শোবিজের তারকারাও। আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন তারা। সবাই বাহবা দিচ্ছেন শিক্ষার্থীদের। এ নিয়ে কথা বলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিত্রনায়িক একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় জনসমুদ্রের মাঝে একটি দীর্ঘ টাওয়ারের উপর পতাকা হাতে দাঁড়িয়ে আছেন একজন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশ প্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে।’
তিনি আরও লিখেছেন, ‘প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি, আনন্দ উদযাপন করুণ, বিজয় উৎসব করুণ, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, ভাঙচুর করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন। একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চাই। কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়। এই বীর জেনারেশন সঠিকভাবেই দেশকে নির্দেশনা দেবে, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট