হারুন কোথায়?
নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও ডিবির সাবেক কর্মকর্তা হারুন অর রশিদকে আটক করার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গ্রেপ্তার করে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন হারুন অর রশিদ। কিন্তু পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানিয়েছে, সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। এ সময় তিনি সাদা পোশাক পরিহিত ছিলেন।
একাধিক সূত্র জানিয়েছে, গতকাল দিনের কোনো এক সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সেটি পুলিশ, র্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?