যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর কবলে বাদশা বুলবুল

বিনোদন ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১১:০৩
শেয়ার :
যুক্তরাষ্ট্রে ছিনতাইকারীর কবলে বাদশা বুলবুল

গতকাল সোমবার রাতে বাসায় ফেরার পথে সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল ছিনতাইকারীর কবলে পড়েন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কন্ঠশিল্পীর সঙ্গে জ্যামাইকাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার তিনি তার ফেসবুকের পোস্টে মাধ্যমে ঘটনার বর্ণনায় জানান, গতকাল রাতে বাসায় ফেরার পথে 175av Jamaica তে আমাকে ছিনতাই কারী হঠাৎ করে পথের মধ্যে পথ রুখে দাড়ায় এবং আমার গলা চেপে ধরে স্বাস রুদ্ধে করে ফেলে তারপর আমি অজ্ঞান হয়ে পরি যখন জ্ঞান আসে তখন দেখি আমার সব কিছু নিয়ে ওই ছিনতাই পালিয়ে গ্যাছে। আল্লাহ্ র অশেষ রহমতে আমি প্রাণে বেচে যাই এখন আমি হাসপাতাল, আমার জন্য সবাই দোয়া করবেন যেন অতি শিঘ্রীই সুস্থ হয়ে উঠি। আজ সারাদিন ডলি আমার সাথে ছিল। এই মাত্র বাসায় গেলো ও না থাকলে আজ নিজেকে অনেক অসহায় মনে হতো।

কন্ঠশিল্পী বাদশা বুলবুলের পোস্টের কমেন্ট বক্সে তার ভক্ত-শুভাকাঙ্খিরা সকলেই তার জন্য দোয়া করেছেন।

এদিকে বাদশা বুলবুলের বোন কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী কমেন্টে লেখেন, আল্লাহ মহান। আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে দিয়েছেন। এমন একটা সভ্য দেশে এমন হয়!