সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জাতিসংঘের মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনসহ বাংলাদেশের উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানান। একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পথ উত্তরণের ওপর জোর দেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি সহিংসতার সমস্ত কর্মকাণ্ডের একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে গত কয়েক সপ্তায় প্রাণ হারিয়েছে বিপুল সংখ্যক বিক্ষোভকারী। এ ঘটনার প্রেক্ষাপটে দেশে সৃষ্টি হয়ে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ। সোমবার চলমান বিক্ষোভের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস