শাহজালালে ফ্লাইট ওঠা-নামা শুরু
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার বিকেলে ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকার পর আবার ফ্লাইট ওটা-নামা শুরু হয়েছে।
ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, রাতে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে। তবে কয়েকটা ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী, এমপি মন্ত্রী যাতে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতেই বিমানবন্দরে বন্ধ রাখা হয় সব ধরনের উড়োজাহাজ চলাচল। তারা বলেন, এ বিষয়ে বিমানবন্দর কেন্দ্রিক সকল সংস্থার সমম্বয়ে একটি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বেবিচক কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান সমকালকে বলেন, চলমান পরিস্থিতির কথা চিন্তা করে বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?