‘জনগণের বিজয় ধরে রাখতে দেশবাসীকে সচেতন থাকতে হবে’
জনগণের বিজয় যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হয়, সেজন্য দেশবাসীকে সচেতন থাকতে হবে। এবং পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখাতে হবে।
সোমবার রাতে বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
বিবৃতিতে সারাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিবৃতিতে তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগকে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে স্বৈরাচারের পতন ও জনগণের বিজয় হিসেবে উল্লেখ করে আন্দোলনকারী সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি, আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের সাথে আলোচনা এবং মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?