আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান আ স ম রবের

অনলাইন ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ২১:৫৯
শেয়ার :
আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান আ স ম রবের

হামলা-ভাঙচুর না করে জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানালেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। আজ সোমবার সংবাদমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।

আ স ম আব্দুর রব, ‘স্বৈরাচের বিরোধী আন্দোলনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হলে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দিতে হবে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে।’

তিনি বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে রাষ্ট্রের মালিকানা জনগণ। সুতরাং জনগণের প্রতিটি পদক্ষেপ হবে ইতিবাচক।’