শিবালয় নৌ-পুলিশের গুলিতে ছাত্র নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় নৌ-পুলিশের গুলিতে চঞ্চল (২১) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার পাটুরিয়া ঘাটে আন্দোলনকারী ও নৌ-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়ার সময় এ ঘটনা ঘটে।
তিনি রফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক অমিত রায়নিহত রফিকুল ইসলাম চঞ্চল উপজেলার রুপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার মহাদেবপুর ডিগ্রি কলেজে অধ্যায়নরত ছিলেন।
জানা গেছে, দুপুরে পাটুরিয়া ঘাটে আন্দোলনকারীদের সঙ্গে নৌ-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চারজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। পরে অন্য আন্দোলনকারীরা আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপালে পাঠানো হয়।
এ ঘটনায় উত্তেজিত আন্দোলনকারীরা পাটুরিয়া ঘাটের পুলিশ বক্স, বিআইডব্লিউটিসির কাউন্টার, পাটুরিয়া নৌ-থানা ও শিবালয় থানাসহ আওয়ামী লীগের বেশকিছু অফিস ভাঙচুরসহ আগুন ধরিয়েএ বিষয়ে জানার জন্য শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেশ কয়েকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়।