দেশবাসীর কাছে যে আহ্বান জানালেন খালেদা জিয়া
দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
বিএনপির একটি সূত্র বলছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দ্রুতই বাসায় ফেরার কথা রয়েছে তার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রসঙ্গত, জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ আগরতলা হয়ে দিল্লিতে গেছেন তিনি। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?