বংশাল থানায় হামলা, যুবলীগ কার্যালয়ে ভাংচুর

আদালত প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৪, ১৯:২৫
শেয়ার :
বংশাল থানায় হামলা, যুবলীগ কার্যালয়ে ভাংচুর

রাজধানীর বংশাল থানায় ও যুবলীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সরকার পতনের আনন্দ মিছিল করতে আসা জনতারা আজ বিকেলে বংশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, সেনাপ্রধান জাতীর উদ্দেশ্য ভাষণ দেবেন এ খবর সংবাদমাধ্যমে আসার পরই পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, ধোলাইখালসহ বিভিন্ন এলাকা থেকে স্রোতের মতো মানুষ রাস্তায় নেমে আসে। অধিকাংশই বিজয় মিছিল নিয়ে রাজধানীর শাহবাগের দিকে যাত্রা করে। অনেক মানুষ রায় সাহেব বাজার মোড়ে এবং তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে আনন্দ মিছিল করতে থাকে।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে আনন্দ মিছিলকারীরা রায়সাহেব বাজার মোড় এবং তাঁতিবাজার মোড়ের মাঝে অবস্থিত বংশাল থানা যুবলীগের প্রধান কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে রাস্তায় ছুড়ে ফেলে আগুন দেয়। এরপর বেলা পৌনে ৫টার দিকে বংশাল থানার সামনে পুলিশের একটি পিকাপ গাড়িতে আগুন দেয়। তখনও পুলিশ নীরব ভূমিকায় ছিল। একপর্যায়ে মিছিলকারীরা থানায় প্রবেশের কেচিগেট ভেঙে ওপরে উঠে থানার জানালার গ্লাস ভাঙচুর শুরু করলে। এ সময় পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এভাবে পুলিশের সঙ্গে সোয়া ৬টা পর্যন্ত সংঘর্ষ চলমান।