বিজিবির গুলিতে যুবদল নেতা নিহত
গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভের সময় বিজিবির গুলিতে জুয়েল মিয়া (৩০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।
জুয়েল মিয়া বাবার নাম আব্দুল হাই। তিনি শ্রীপুর উপজেলা যুবদল নেতা ছিলেন।
নিহতের ভায়রা গাজীপুর জেলা যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার বলেন, ‘নিহত জুয়েল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করছিলেন। এসময় বিজিবির গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ আন্দোলনে ব্যাপকভাবে গুলিবর্ষণ করায় তাদের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তার ছোট ভাই শ্রমিকদল নেতা শরিফ সরকারও রয়েছেন।’