বিজয় সরণিতে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে

অনলাইন ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ১৬:৫২
শেয়ার :
বিজয় সরণিতে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে

রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা ফেলা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে হাতুরি দিয়ে ভাঙতে শুরু করে উত্তেজিত জনতা।

তার আগে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার তথ্য ফাঁস হওয়ার পরপর লাখো জনতা রাস্তায় রাস্তায় জড়ো হতে থাকে। যার একটি বড় অংশ রাজধানীর বিজয় সরণিতে দেখা গেছে।

২০২৩ সালের ১০ নভেম্বর বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেছিলেন তার কন্যা শেখ হাসিনা।