দেশে ফেরার অপেক্ষায় শাবনূর

বিনোদন প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৪, ১৪:০৩
শেয়ার :
দেশে ফেরার অপেক্ষায় শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করেন। সম্প্রতি একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ‘রঙ্গনা’ দিয়ে তার ফেরা।

গেল ১৪ এপ্রিল থেকে শুটিং শুরু হয়। এর বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল আজ সোমবার থেকে (৮ আগস্ট)। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে এখনই দেশে ফিরতে পারছেন না তিনি। আর নায়িকা না আসার কারণে পেছানো হয়েছে শুটিংও।

অস্ট্রেলিয়া থেকে শাবনূর বলেন, ‘এখন শুটিং করার অবস্থায় আমরা নেই। দেশের এই পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। আমি সব সময় দেশের খবর রাখছি। সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব। তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব।’

এদিকে, ‘রঙ্গনা’ নির্মাণ করছেন আরাফাত হোসাইন। এর গল্পটি নারী কেন্দ্রীক। এতে গান থাকবে তিনটি। এগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমার কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।