বাংলা‌দে‌শের জন্য বিটিএস তারকা জাংকুকের প্রার্থনা

বিনোদন ডেস্ক
০৫ আগস্ট ২০২৪, ০৮:৫২
শেয়ার :
বাংলা‌দে‌শের জন্য বিটিএস তারকা জাংকুকের প্রার্থনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহ‌তের ঘটনাকে কেন্দ্র করে গত ক‌য়েক‌ দিন ধ‌রে আন্তর্জা‌তিক সংবাদমাধ্যমগুলোতে বিভিন্ন সংবাদ প্রচার হয়ে‌ আসছে। শিক্ষার্থী‌দের এই আন্দোল‌নে ঢাকার শিল্পীদের বাইরে কলকাতার শিল্পীদেরও বেশ সোচ্চার হতে দেখা যায়।

এবার বি‌টিএস তারকা জাংকুক‌কেও সরব হ‌তে দেখা গেল। তিনি শিক্ষার্থী‌দের আন্দোল‌নে সংহ‌তি জা‌নি‌য়ে প্রোফাইলের ব্যাক সাইডে বাংলা‌দে‌শের পতাকার ছ‌বি সংবলিত এক শিশুর চোখবাঁধা ছবি ফেসবু‌কে পোস্ট ক‌রে‌ছেন।

রোববার রা‌তে দেওয়া এই পো‌স্টে জাংকুক লি‌খে‌ছেন, ‘বাংলা‌দে‌শের মানুষ ক‌ঠিন সময় পার ক‌র‌ছে, আমি তাদের জন্য প্রার্থনা কর‌ছি। তোমা‌দের মঙ্গল কামনা কর‌ছি।’

জাংকুকের পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন এই তারকাকে।

বাংলা‌দে‌শের তরুণ‌দের ম‌ধ্যে বি‌টিএস দারুণ জন‌প্রিয়। চলতি বছর জু‌ন মাসে জাংকুকের একক গান ‘নেভার লেট গো’ প্রকাশ্যে এসেছে।

এর আগে ২০২৩ সালে জাংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করা হয়। এটি বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।