ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিসসহ বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০৪ আগস্ট ২০২৪, ২১:১৮
শেয়ার :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিসসহ বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিসসহ বিভিন্ন অফিস ভাঙচুর করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা।  আজ রবিবার সকালে আন্দোলনকারী ছাত্ররা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন অফিস ভাঙচুর করে আতঙ্কের সৃষ্টি করে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা তার অফিস ঘেরাও করে অবরোধ করে রাখে।

এ সময় গেট ভেঙে ভিতরে প্রবেশ করে নিচ তলার দরজা জানালা ভাঙচুর করে দুটি গাড়িও তারা ভাঙচুর করে।  এছাড়াও ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রধান গেট, পরিবেশ অধিদপ্তরের অফিস এবং আনসার ভিডিপি অফিসসহ রাস্তার পাশে সরকারি অফিস ভাঙচুর করা হয়। আন্দোলনকারী। এছাড়াও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের গেইটও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন জানান, আন্দোলনকারীরা তার অফিসে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর করেছে। অফিসে রাখা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং পরিবেশ অধিদপ্তরসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে।  হতাহতের আশঙ্কায় বল প্রয়োগ করা হয়নি।  তারা এখন নাশকতার পথ বেছে নিয়েছে।  জনগণের জালমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া বিকেলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের এক প্রতিবাদ মিছিল বের হয়।  এ সময় জেলা বিএনপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর বাসায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়।