কালিয়াকৈর আ. লীগ কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে হাইওয়ে পুলিশ বক্স ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বঙ্গবন্ধুর নাম সম্বলিত প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলষ্টেশন, বঙ্গবন্ধু হাইটেক সিটি গেট, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা।
অপরদিকে কালিয়াকৈর উপজেলা পরিষদের নীচতলা, এসিল্যান্ড অফিস ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেয় নাশকতাকারীরা। এ সময় কালিয়াকৈর থানায় ভাঙচুরের চেষ্টা করে এবং থানার সামনে একটি ট্রাকে আগুন দিলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। তারা পুনরায় জড়ো হয়ে একাধিকবার থানায় হামলা চালানোর চেষ্টা করেন।
অন্যদিকে সফিপুর আনসার একাডেমির সামনে স্থাপিত বঙ্গবন্ধুর মুড়াল ভাঙতে গেলে আন্দোলনকারীদের সাথে আনসারদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেল ৪টা নাগাদ এ রিপোর্ট লেখা পর্যন্ত আনসার একাডেমি এলাকায় থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিয়াকৈর উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার করার চেষ্টা করছে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা একত্র হয়ে আন্দোলনে যোগ দেন। কালিয়াকৈরে থমথমে অবস্থা বিরাজ করছে।