রাজধানীতে মরদেহ নিয়ে মিছিল, পুলিশের গুলি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। আজ রবিবারের এই আন্দোলনে দিনভর সারা দেশে সংঘর্ষ, গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এরই মধ্যে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ নিয়ে গেছেন বিক্ষোভকারীরা। সন্ধ্যা ৬টার দিকে চার জনের লাশ নিয়ে তারা যান কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। সেখান থেকে শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
এরপরও একজনের মরদেহ নিয়ে শাহবাগে জান আন্দোলনকারীরা। সেখানে মরদেহ নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। এ সময় শাহবাগ থানাকে লক্ষ্য করে ইটপাটকেলও ছোড়েন তারা। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুলি ছুড়তে থাকে পুলিশ। এ সময় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে পুলিশ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আজ থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সরকার পতনের এক দফা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৬৬ জন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?