সাভার-আশুলিয়ায় হঠাৎ পোশাক কারখানা বন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। হতাহত হয়েছেন অনেকে। এরই মধ্যে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, দুপুর ১টার পরে পোশাক কারখানার উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছুটি দিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
তিনি জানান, বহিরাগতরা চাপ দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারীদের সংগঠন বিজিএমইএ।
আজ থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সরকার পতনের এক দফা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫০ জন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?