অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষ, নিহত ৪৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা দাবিতে আজ রবিবার অসহযোগ কর্মসূচি চলছে। আন্দোলনে উত্তাল সারাদেশ।
বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এতে ১৪ জেলায় অন্তত ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে।
সন্ধ্যা পৌনে ৬টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার