রাজধানীর মোহাম্মদপুরে ত্রিমুখী সংঘর্ষ, গুলি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারী বনাম পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।
জানা গেছে, বিকাল পৌনে চারটায় আল্লাহ করিম মসজিদের দিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এরপর ছররা গুলি চালায় পুলিশ। আহতদের সবাই আন্দোলনকারী।
মোহাম্মদপুর এলাকার নিয়ন্ত্রণ সকাল থেকে ছাত্রদের হাতেই ছিল। বসিলা ব্রিজ থেকে তিন রাস্তার মোড়, পরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের সামনে এগিয়ে আসতে না করেন। তবে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিকাল ৩টা পর্যন্ত অবস্থা স্বাভাবিকই ছিল। এরপর আল্লাহ করিম মসজিদের সিঁড়ি থেকে সামনের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের একপক্ষ অবস্থান নেন বাঁশবাড়ি পুলিশ ফাঁড়ির মধ্যে৷ পৌনে চারটার দিকে হঠাৎ আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ। আক্রমণ চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
প্রসঙ্গত, আজ থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এর সমর্থনে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সরকার পতনের এক দফা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩ জন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?