৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১৭:৩০
শেয়ার :
৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকার নির্বাহী আদেশে এ ছুটি থাকবে। আজ রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত ২৮, ২৯ ও ৩০ জুলাই অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

আজ রবিবার পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠলে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।