দিনাজপুরে হুইপ ও বিচারপতির বাড়িতে অগ্নিসংযোগ

দিনাজপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৪, ১৬:২৯
শেয়ার :
দিনাজপুরে হুইপ ও বিচারপতির বাড়িতে অগ্নিসংযোগ

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রাবিবার দুপুর ১২টার দিকে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

জতীয় সংসদের হুইপ ইকবালুরের ও আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুরের বাড়ি ভাঙচুরের পর পার্শ্ববর্তী দিনাজপুর ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালেও ভাংচুর চালায় জনতা।

পত্যক্ষদর্শীরা জনান, শহরের বিভিন্নস্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষাথীর, পুলিশ, সাংবাদিকসহ ৩০ জনেরও অধিক আহত হয়েছেন।