সিএমএম আদালতে হামলা, পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১৫:১৭
শেয়ার :
সিএমএম আদালতে হামলা, পুলিশের গাড়িতে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলছে দেশজুড়ে। অসহযোগের প্রথম দিন আজ রবিবার দুপুরে রাজধানীর সিএমএম আদালতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।

দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, দুর্বৃত্তরা লাঠিসোটা ও ব্যাট হাতে নিয়ে ভাঙচুর চালাচ্ছে। আদালতে উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

এর আগে, সকাল ১০টার পর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকাজুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।