আমাদের সময়ের সাংবাদিক গুলিবিদ্ধ
দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সংবাদ কাভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন নতুন ধারার দৈনিক আমাদের সময়ের ফটোগ্রাফার সাংবাদিক মেহরাজ।
আজ রবিবার রাজধানীর কদম ফোয়ারা এলাকায় গুলিতে আহত হন তিনি।
গুলিবিদ্ধ মেহরাজ জানান, আমরা তিনজন সাংবাদিক কদম ফোয়ারার দিকে যাচ্ছিলাম। সেখানে একটি পুলিশের বক্স আছে। কিছু লোকজন সেটা ভাঙচুর করছিল সেটার ছবি তুলছিলাম। এরপর দূর থেকে আসা পুলিশের ছররা গুলি লাগে শরীরে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, চার/পাঁচটা গুলি লাগলে আমি পড়ে যায়। এরপর আমার সহকর্মীরা আমাকে ঢামেকে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানান এই ফটো সাংবাদিক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?