বরিশালে প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর
বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের বাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রতিমন্ত্রীর বাসায় হামলা চালায়। এ সময় বাসার সামনে থাকা অর্ধশত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়।