ফেসবুক পোস্টে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১২:৫০
শেয়ার :
ফেসবুক পোস্টে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

সারজিস আলম

রোববার সকাল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে দেশজুড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সকাল থেকেই তিনি তার ফেসবুকে একের পর এক হুঁশিয়ারি পোস্ট দিয়ে যাচ্ছেন।

এক পোস্টে তিনি জানান, ফেসবুকে যা লাফানোর লাফাইসেন, ভুলেও রাজপথে আসিয়েন না ৷ আগ্নেয়গিরির স্ফুলিঙ্গে সারাজীবনের জন্য ঝলসে যাবেন ৷ পোস্টের শেষে সারজিস লেখেন "২০২৪ এর গণঅভ্যুত্থান"।

অন্যান্য আন্দোনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নির্দেশনামূলক একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটি হুবুহু তুলে ধরা হলো -

যারা প্রকৃতঅর্থে গ্রাউন্ডে আন্দোলনে অংশ নিচ্ছে, তারা খুব ভালোভাবেই জানে যে তাদের উপর মরণকামড় আসবে। They aren’t celebrating early.

গ্রাউন্ডে আন্দোলন ট্যাক্টিক্সের খেলা। এখানে রোমান্টিসিজমের অবকাশ নেই। মৃত্যুর হাতছানি রয়েছে। কৌশলে ভুল করলে চলবে না।

১. সংখ্যায় বেশি থাকুন ২. শক্তিশালী ব্যারিকেড তৈরী করুন।

৩. চারদিকে সুতীক্ষ্ম দৃষ্টি রাখুন।

৪. পারলে এলাকার চারপাশে স্পাই পাঠিয়ে শত্রুর অবস্থা পর্যবেক্ষণ কর।

৫. চিপাগলিতে ট্রাপড হবেন না, বড় রাস্তায় থাক।

৬. এক্সিটপ্লান নিয়ে শুরুতেই ভাবুন।

৭. কখনোই একা যাওয়ার কথা কল্পনাও করবেন না।

৮. সাথীহারা হবেন না, সাথীকে ছাড়বেন।

৯. মোটরসাইকেল থেকে সাবধান।

১০. রাস্তায় রিক্সা রাখার ব্যবস্থা করেন এলোমেলো করে যাতে স্পিডে মোটরসাইকেল দিয়ে হামলা না করতে পারে --- এবং ব্যারিকেড ব্যারিকেড ব্যারিকেড।

ফেসবুক পোস্টে সারজিস আলম কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন,দাবানলের সামনে দাঁড়ানোর দুঃসাহস দেখাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। আমাদের দাবায়ে রাখতে পারবানা। ইনশাআল্লাহ।

অপর এক পোস্টে মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম লেখেন, দেরিতে হলেও সবাই এখন আমাদের কথাগুলো পুরো বিশ্বের সামনে তুলে ধরছে৷ তাই সকল চ্যানেলের মিডিয়া কর্মী ভাইদের সহযোগিতা করার অনুরোধ করছি ৷