রাজনৈতিক মিছিলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
০৪ আগস্ট ২০২৪, ১২:৪৯
শেয়ার :
রাজনৈতিক মিছিলে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা

দাপ্তরিক কাজ রেখে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন সরকারের স্বাস্থ্য সেবা ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এতে বিভিন্ন বিভাগের পরিচালক ও লাইন ডিরেক্টর ছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের এতে অংশ নিতে দেখা যায়। 

আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিছিল করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুসারী চিকিৎসক কর্মকর্তারা। পরে অধিদপ্তরের সম্মেলন কক্ষে সভাও করে আবারও মিছিল নিয়ে টিবি গেট থেকে মহাখালীর পুরনো স্বাস্থ্য অধিদপ্তর ভবন ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের চত্বরে শোডাউন করেন তারা।

এ সময় ‘শেখ হাসিনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই', ‘জনে জনে খবর দে, এক দফার কবর দে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-প্রভূতি স্লোগান দিতে দেখা যায়। 

এদিকে চাকরিবিধি অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন না। তবে এই বিধি জেনেও কর্মসূচি করছেন চিকিৎসক কর্মকর্তারা। সরকারি কর্মকর্তা হয়ে এমন কর্মসূচি করতে পারেন কিনা? এমন প্রশ্নের জবাবে আন্দোলনকালে কয়েকজনের কাছে জানতে চাইলে, কথা বলতে অপারগতা প্রকাশ করেন।  

বিষয়টি নিয়ে কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলমকে ফোন দিলে তিনি কেটে দেন। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও দেখেও সাড়া দেননি।