সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

অনলাইন ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১২:৪১
শেয়ার :
সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের মধ্যে রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। আন্দোলনকারীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হামলা চালিয়েছে। এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন।

আজ রবিবার বেলা ১১টার ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে।

পরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিলে আন্দোলনকারীরা রায়সাহেব বাজার মোড় ও তাঁতীবাজারের দিকে পিছু হটে।

এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন দেয়।

জানা গেছে, এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকে দেওয়া হয়। এতে করে আইনজীবী ও বিচারপ্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছেন। সকাল সাড়ে ১১টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।