সায়েন্সল্যাব অবরোধ করেছেন শিক্ষার্থীরা
রোববার সকাল ১০টা ২৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি।
সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হয়ে মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। ‘এক, দুই, তিন, চার-খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগানে রাজপথ ভারি হতে থাকে এসময়।
একদফা দাবি প্রসঙ্গে শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।
এদিকে অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর সড়কে শুধু রিকশা ও সিএনজি চলতে দেখা গেছে। সড়কে গণপরিবহন সংকটে অফিসগামী যাত্রীদের পাশাপাশি জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও হাসপাতালগামী রোগী-স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানা যায়।
প্রসঙ্গত, শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কোটা আন্দোলনের সমর্থনে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অভিভাবকদের পাশাপাশি নানা শ্রেণি ও পেশার মানুষও অংশ নেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?