ছাত্রদের সঙ্গে সংগীতশিল্পীদের একাত্মতা ঘোষণা

বিনোদন ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ১০:২৪
শেয়ার :
ছাত্রদের সঙ্গে সংগীতশিল্পীদের একাত্মতা ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অভিনয়শিল্পী, পরিচালক, নাট্যকারের পর এবার একাত্ম ঘোষণা করে এবার সড়কে নেমে এলেন দেশের সংগীতশিল্পীরা। ‘গেট আপ, স্ট্যান্ডআপ’স্লোগানে শনিবার বিকেল ৩টার দিকে ধানমন্ডি রবীন্দ্রসরবেরে জড়ো হন সবাই। ঘণ্টাখানেক উপস্থিত থাকার পর শিল্পীদের একটি দল শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে রওনা হয়। আরেকটা দল ধানমন্ডি বেঙ্গল গ্যালারির দিকে এগিয়ে যায়।

এরপর বিকেল পাঁচটার সময় বেঙ্গল গ্যালারিতে প্ল্যাকার্ড হাতে শিল্পীরা দাঁড়িয়ে অবস্থান নেন এবং আন্দোলনে নিহত ছাত্রদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন। 

অন্যায়ভাবে গ্রেপ্তার বন্ধ, প্রতিটি হত্যার সুবিচারসহ র‌্যাপার হান্নানের মুক্তি দাবি করে বক্তব্য দেন শিল্পীরা। 

ব্যান্ড তারকা মাকসুদুল হক বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে আমরা কষ্ট পাচ্ছি। আমরা গুলি দেখছি, হত্যা দেখছি, নিপীড়ন দেখছি। মানুষকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে, তাও দেখছি। আমরা আর এসব দেখতে চাই না। হত্যা করা হয়েছে, বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এসব বন্ধ করুন। ছাত্র-জনতা হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি আমি।’

হাত জোড় করে অনুরোধ জানিয়ে ব্যান্ডশিল্পী হামিন আহমেদ বলেন, ‘আন্তরিকভাবে, নৈতিকভাবে আমরা ছাত্রদের আন্দোলনের সঙ্গে আছি। আমি হাত জোড় করে অনুরোধ করছি ছাত্র-জনতার বুকে আর একটা গুলিও যেন না চলে, একটা জীবনও যেন না ঝরে। এই ধরপাকড় বন্ধ করুন। এত ছাত্র জীবন দিল, এটি অনাকাঙ্ক্ষিত।’ 

পার্থ বড়ুয়া দু:খভারাক্রান্ত মনে বলেন,‘এভাবে বাচ্চাকাচ্চারা মারা যাবে, মেনে নেওয়া যায় না। এটি বন্ধ হতে হবে। এর শান্তিপূর্ণ সমাধান হতে হবে।’

আসিফ আকবর দৃঢ় কন্ঠে বলেন, ‘কোটার অধিকার চাইতে গিয়ে আমাদের সন্তানদের কেন গুলিবিদ্ধ হতে হবে। তাদের রাজপথে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। এসব হত্যার বিচার যতক্ষণ পাব না, আমরা আমার এই সন্তানদের সঙ্গে আছি।’

এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা মাকসুদ, পার্থ বড়ুয়া, হামিন আহমেদ, টিপু, প্রিন্স মাহমুদ, আসিফ আকবর, মাইলস, সোলস, শিরোনামহীন, ওয়ারফেজ, আর্টসেল, এশেজ, সুজিত মোস্তফা, শারমিন সুলতানা সুমি, এলিটা করিম, শওকত আলী ইমন, জয় শাহরিয়ার, সুজন আরিফ, মুহিন, আর্নিক, রাফাত, দোলা, জাহিদ নীরব, গীতিকার লতিফুল ইসলাম শিবলী, রাসেল মাহমুদ, সন্ধি, সোমেশ্বর অলি, তারেক আনন্দসহ অনেকেই।