ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, শরিফুলের খরুচে বোলিং

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ০৯:১২
শেয়ার :
ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, শরিফুলের খরুচে বোলিং

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা ব্যাটিং ব্যর্থতায় রয়েছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে এবার বাংলাদেশের আরেক তারকা শরিফুল ইসলামও বাজে বোলিং করলেন। পুরো দলের ব্যর্থতায় ব্রাম্পটন উলভসের কাছে ৮ উইকেটে হারল বাংলা টাইগার্স মিসিসাগা।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্স মাত্র ৭৯ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৫২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উলভস।

৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কোবে হ্রেফ্টকে হারালেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বিউ ওয়েবস্টারের ব্যাটে জয় নিশ্চিত করেন উলভস। ওয়ার্নার ৩৩ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৪ রান করেন। ওয়েবস্টার ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

বাংলা টাইগার্সের হয়ে একটি করে উইকেট পান ডেভিড ভিসে ও আলী খান। শরিফুল ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আন্দ্রে টাই ও টমাস ড্রাকাদের বিধ্বংসী বোলিংয়ে ৭৯ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। তিনজন ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ১৯ রান করেন ইফতিখার আহমেদ।

টাই ও ড্রাকা ৩টি করে উইকেট দখল করেন। ম্যাচ সেরা হন টাই।