জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন: ববি হাজ্জাজ
কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার দায় দিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান।
ববি হাজ্জাজ বলেন, ‘প্রধানমন্ত্রী আজ জাতির কাছে খলনায়কে পরিণত হয়েছে। কোটা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে তার সকল দায়ভার এই মাফিয়া সরকারের। আজ ছাত্র-জনতার যে ঢল রাজপথে নেমেছে সেটা আমাদের বাংলা বসন্তের আগমনী বার্তা শোনাচ্ছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, জনরোষ থেকে বাঁচতে হলে পদত্যাগ করুন।’
সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এনডিএম চেয়ারম্যান বলেন, ‘আপনারা যুদ্ধাপরাধের বিচারে নামে প্রহসন করে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছেন। আর আজকে রাজনৈতিক শেষ অস্ত্র হিসাবে সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে সব সহযোগী সংগঠনসহ নিষিদ্ধ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, ২০০৯ সালের এই আইনে যদি কোনো সংগঠনকে নিষিদ্ধ করতে হয় তাহলে সবার আগে আববার-বিশ্বজিৎ হত্যাসহ অসংখ্য হত্যা, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
২৪ ঘণ্টার মধ্যে চলমান আন্দোলনে আটক সবাইকে মুক্তির দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থীদের তোপের মুখে শুক্রবারে আদালত বসিয়ে যেভাবে আটক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জামিন দিয়েছেন, ঠিক সেভাবে আজকের মধ্যে অবৈধভাবে আটক সব সাধারণ শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং রাজবন্দিদের মুক্তি দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ অন্য নেতা, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমাদের ছাত্র সংগঠনের সভাপতি মাসুদ রানা জুয়েলসহ গ্রেপ্তারকৃত সব রাজনৈতিক নেতার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ এবং অসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের এসব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা জানাচ্ছি। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলব কোনো ব্যানার ছাড়াই রাজপথে নেমে আসুন। এই ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের কাছে বিচার চেয়ে লাভ নাই। এদের পদত্যাগই এখন একমাত্র সমাধান।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ববি হাজ্জাজ বলেন, ‘রক্তে রাঙা হাত নিয়ে সরকার পরিচালনার কোনো নৈতিক অধিকার আওয়ামী লীগের নেই। হেলিকপ্টার থেকে গুলি, রিমান্ডের নামে নির্যাতন, গণগ্রেপ্তার, জোরপূর্বক পুলিশ হেফাজতে আটক এবং ইন্টারনেট বন্ধ রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। এদেশের মাটিতে এসবের বিচার হবেই ইনশাআল্লাহ্।’