কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:৩০
শেয়ার :
কুমিল্লায় এসিল্যান্ডের গাড়িতে আগুন

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় ওই গাড়িতে আগুন দেয়।

এ সময় গাড়ি থেকে নেমে দ্রুত আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী ও তার গাড়ি চালক। তবে ওই ঘটনায় হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জানা গেছে, দুপুর পৌঁনে ১২টার দিকে বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়, চান্দিনা রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ ও মাদাইয়া কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আন্দোলনকারীদের মাঝে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আন্দোলনরতরা এসিল্যান্ডের গাড়িতে ভাঙচুর চালায়। গাড়ি থেকে নেমে দ্রুত প্রাণ রক্ষা করেন এসিল্যান্ড ও তার গাড়ি চালক। ভাঙচুরের এক পর্যায়ে গাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন তারা। এতে মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা জানান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের গ্রুপিং ও নিস্ক্রিয়তার কারণে এমন ঘটনা ঘটেছে। তারা ঐক্যবদ্ধ থাকলে আন্দোলনকারীদের দমন করা যেত।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলায় তারা বিক্ষোভ শেষে মহাসড়ক থেকে সরে যায়। দুস্কৃতিকারীরা এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে। তারা কেউ শিক্ষার্থী নয়।