পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ২১:২৭
শেয়ার :
পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি সাতক্ষীরা জেলায়। শ্রীপুর পৌরসভার কেওয়া বেপারী বাড়ি এলাকায় তার লেপ তোশকের দোকান রয়েছে।

ওসি আকবর আলী খান বলেন, ‘পুলিশের গুলিতে তার মৃত্যু হয়নি। ধারণা করা হচ্ছে, ছোটাছুটি করার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে আলহেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘একজন লোককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।’