আমি শোষিতের পক্ষে, বললেন বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত
দেশের চলমান পরিস্থিতিতে নিজের অবস্থান জানিয়েছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহবুব হাসান সালেহ। এ বিষয়ে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি।
সেখানে লেখেন, ‘৯ সেপ্টেম্বর ১৯৭৩ আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিলেন, “বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত। শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে”।’
এরপর নিজের অবস্থান জানিয়ে রাষ্ট্রদূত লেখেন, ‘আমি শোষিতের পক্ষে।’
জানা গেছে, মাহবুব হাসান সালেহ বিসিএস ফরেন সার্ভিসের ১৫তম ব্যাচের ক্যাডার। তিনি বাংলাদেশের কলকাতা, সিউল ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। দিল্লির বাংলাদেশ মিশনে ডেপুটি চিফ অব মিশন হিসেবেও কাজ করেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন মাহবুব হাসান সালেহ। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার