বরিশালে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর
শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আমাদের সময়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
আজ শনিবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে তারা।
দুপুর পৌনে ২টার দিকে নথুল্লাবাদ থেকে সরে গিয়ে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় এপিবিএন পুলিশের একটি পিকআপ ভ্যান আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পিকআপ ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। এছাড়া সেখানে থাকা পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা পিছু হটে।
এসময় এক পুলিশ সদস্যের পোশাক খুলে ছিঁড়ে ফেলা হয় ও চার পুলিশ সদস্য স্থানীয় চৌমাথা মারকাজ মসজিদে ঢুকে আশ্রয় নেয়। প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে একটি অ্যাম্বুলেস গিয়ে তাদের উদ্ধার করে। এসময় তাদের ‘ভুয়া ভুয়া’ বলে ধাওয়া করলে দ্রুত তাদের নিয়ে অ্যাম্বুলেসটি চলে যায়।
অপরদিকে, আন্দোলনকারীরা সেখানে থাকা ‘বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মৃধা’ পুলিশবক্স ভাঙচুর করে সেখানে ‘দালাল’ লিখে দেয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ‘এপিবিএনের একটি পিকআপ ভ্যান খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় আন্দোলনকারীরা গাড়িটি থামিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে গড়িতে থাকা পুলিশ সদস্যরা পার্শ্ববর্তী মসজিদে গিয়ে আশ্রয় নেন। এছাড়া সেখানে থাকা একজন পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে ফেলেন তারা।’
এর আগে, সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী এলাকায় শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সামনে বিক্ষোভ করেছে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ৯ দফা দাবির আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য সেনা কর্মকর্তাদের উদ্দেশে নানারকম স্লোগান দেয় তারা।