রাজধানীর মোড় থেকে কেন উঠিয়ে নেওয়া হলো ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৪, ১৬:৪৩
শেয়ার :
রাজধানীর মোড় থেকে কেন উঠিয়ে নেওয়া হলো ট্রাফিক পুলিশ

রাজধানীর কয়েকটি মোড় থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, চলমান আন্দোলন ঘিরে নিরাপত্তা ঝুঁকি থাকায় রাজধানীর কয়েকটি মোড় থেকে ট্রাফিক পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। যেসব স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে, তাদের সঙ্গে থানা পুলিশও আছে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। 

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মনিবুর রহমান আমাদের সময়কে বলেন, ‘ট্রাফিক পুলিশ আছে, তবে কিছু কিছু জায়গায় ক্রাইম ডিভিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’