সায়েন্সল্যাব থেকে শহীদ মিনার অভিমুখে আন্দোলনকারীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব ছেড়ে শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বিকেল ৩টায় শহীদ মিনারে সমবেত হওয়ার কর্মসূচিতে বাস্তবায়ন করতে যাচ্ছেন তারা।
দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে তারা একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা করেন। এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে এখানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসময় বিপুল সংখ্যক পুলিশ নিউমার্কেট রোডের প্রিয়াঙ্গন শপিং সেন্টারের সামনে উপস্থিত থাকলেও তারা শিক্ষার্থীদের কোনো বাধা দেয়নি। তবে শিক্ষার্থীদের মিছিল থেকে পুলিশকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও পুলিশের দিকে কয়েকটি বোতল নিক্ষেপ করতেও দেখা যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?